প্রাথমিক চিকিত্সা

প্রাথমিক চিকিত্সা

ক্লাস চলাকালীন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যেআরবান স্কুল/কলেজ ঢাকায় চালু করা হয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য সেবা প্রদান করা লক্ষ্যে ২জন স্বাস্থ্য সহকারীকে সার্বক্ষণিক নিযুক্ত করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের ক্লাস ও পিটি-প্যারেড চলাকালীন, আন্ত:আরবান ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান কিংবা কলেজের বিভিন্ন কর্মসূচি চলাকালীন চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ক সম্যক জ্ঞান, স্বাস্থশিক্ষা সম্পর্কে ধারণা, পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা, স্যানিটেশনের উপর শ্রেণি কক্ষে বক্তব্য প্রদান, ম্যালেরিয়া ও ডেংগু প্রতিরোধে স্প্রে নিশ্চিত করা প্রভৃতি কাজ করে থাকে।